(২৫ এপ্রিল নেপালের পোখরার উত্সস্থল থেকে ভূমিকম্পের স্মরণে)

ইতিহাস যখন ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়,
উন্নতির বিজ্ঞান তখন তাকে ছিন্ন ভিন্ন করে খায়।
নীরবতা যখন গ্রাস করে আতঙ্ক আর উদ্ধার,
হাত বাড়ায় পাশের দেশের বন্ধু সরকার।

আলস্য যখন মানবতাকে প্রার্থনাহীন প্রতীকি ধর্ম,
সৃষ্টি কর্তার এ এক অমোঘ সাবলীল কর্ম।
প্লেক্টোনিক চলাচল তো সুনামীর যুগ থেকে -
ঘটে চলেছে পর্বতমালার কৈলাশ যুগে রেখে...

যতই আধুনিক হতে চায়, নিরবচ্ছিন্ন প্রাণ
ততই আসছে, রহস্যময় সেই সৃষ্টির গান,
কেউ বুঝতে পারছে না শেষের সেদিন কেমন
আধুনিকতা এফবি, হোয়াটসঅ্যাপ চলছে যেমন...

এসবগুলো সাধারণত নিয়মিত উত্তরাধুনিক ছন্দপতনের আভাস
দূষণমুক্ত ধরিত্রী না হলে ঘটবে জটাজালে মহাপ্রলয়ের প্রকাশ।