রাতে উন্মাদ মেঘ, রক্ষী পাশে, বারে স্বপ্নরঙিন মদ্যপ,
মাতাল চোখেও রাগ ভালবাসা, ফুটপাতে শোয়ে গর্ধব।
মরবি তো মর, নায়ককে ফাসিয়ে মৃত্যু হল অর্বাচীন
অর্থ থাকলে কিনে নেয় মনুষ্যত্ব, এ রীতি যে বড়ই প্রাচীন।

সেদিন দোষী ভয় পাইনি, আজ স্ট্যাটাস লোভী জামিন,
তেরোর নিম্ন আদালত উচ্চ ন্যায়ালয়ে দশ মিনিটেই রঙিন।
এ তো কিছু নয়, কৃষ্ণসার হরিণ রায় আরও ভয়াবহ,
নায়ক-নায়িকা হলে মানুষ থাকে না, অকিঞ্চিৎ আবহ।

শিক্ষিত, অর্থজোড়, স্বপ্নপ্রেম বিলাসী হৃদয়বীর, তাই পালানো
আধপেটার দেশে পাঁচশো কোটির সিনেমা সত্যিই হাড় জ্বালানো।
রূপ-অবয়ব যাইহোক, সম্রাট সাম্রাজ্যে ইতিহাসে কেবল ক্লিনচিট
অস্থির চোরপুলিশ, প্রেমিকা কোন্দল রূপোলী ব্লগবাস্টার হিট।

মানুষ জন্মে শিখে নিয়েছে শয়তান কিভাবে রূপান্তরিত ভগবান,
যতই মাল্লু থাকুক, সাল্লু বিবেকের কাছে নেই কোনও পরিত্রাণ।