এই পথে পিছল,
বুদ্ধিটাও গাড়ল
সাইকেল হরকায়
হরেন বেকায়দায়।


আগেই থামার কথা
এখন মাথায় ব্যথা
মিষ্টি খাব বলে
হাড়িটা গেল জলে।


রসগোল্লা রাস্তায়
লুটায় বড় সস্তায়
বড়ই লাগে অবাক
হরেন বলে থাক।


ভালই হল তবে
রোসগোল্লা কে খাবে,
বাবুর বাড়ি দিল
অনুষ্ঠানটা ছিল।


এখন লঙ্কা পান্তা
নেই কোন চিন্তা,
ভালই রাতের ঘুমটা
স্বপ্নের পকেট খামটা।


সত্যি টাকা ভারি
আমার সাথেই আড়ি,
গরীব বলেই গর্ব
ভাল থাকার স্বর্গ।


ফিরছে এখন ঘর
হরেনের সহানুভূতি বর
আজ ভগবানের চর
খাস না দুধের স্বর।


শোনে রেডিও রবি
হরেনের বিশ্ব কবি,
সুরেলা সারেঙ্গি
হব না বাংরেজি।


যে যাই বলুক ভাই
আমার বাংলাই,
হৃত সর্বস্বকে চাই
রবিকেই খুঁজে পাই।