(অচেনা বন্ধুত্বের পরশটুকু....)
ভাললাগার যোগাযোগের থেকে চার দেওয়ালে বন্দী
আমাকে ভাল লাগাবেই সময়, সময়েরই অভিসন্ধি...
ক্ষুদ্র প্রাণ, প্রাণের অতীত আর বিশ্ব মাঝে তুমি
অন্ধকার রাত, বৃষ্টি প্রভাত, বিছানা ভালবাসায় চুমি।
স্থির থেকে অস্থির হয় নীরবতার দ্বীপ, শুভক্ষণে
নিভে যায় অস্থিরতায়, আশঙ্কা থাকে প্রতিক্ষণে।
ভেসে চলা জীবন, অনন্ত এক অনুভূতি, আর...
আর রাতের অন্ধকারেই তোমাকে ভাললাগার...
কাল রাতে স্বপ্ন দেখিনি, বাস্তবেই স্বপ্ন পুরুষ পেলাম
কি আর চাইব মেকি দুনিয়ায়, ভালবাসাটুকুই নিলাম,
ভুলে গেছে মানুষ, হ্যাঁ মানুষ ভালবাসতে জানে?
আদিম রিপুতে মত্ত, কে শেখাবে ভালবাসার মানে!!
তাই জানলা, দরজা পেরিয়ে বিশ্বের প্রান্তিকতা আমার
এ জীবনের সব টুক, সব টুকু ভালবাসা-আজ থেকে তোমার...