আলস্য আর কথকথা পেরিয়ে
কিছুটা ভালর হাত বারিয়ে...
ছুটে চলেছি, ছুটে চলব আবার
দোষ চাপালেও শুনছি না আর।
কথায় কথা বাড়তেই থাকবে
রাগের লাল চোখ কান্নায় ঢাকবে,
আমি তো চাই না কিছুই আর
শুধু তাগিদ পেটের খিঁদে মেটাবার।
তাই আর সূর্য, চাঁদ, ল্যাম্পপোষ্ট মানি না,
কোথায় দেশ, ভাষার উত্স মানি না।
শুধু জানি মা বলে ডেকেছি বাংলায়
মুক্তিও চাই এখানেই জীবন জানলায়।
তোমরা আঙুল তুললেও ক্ষতি নেই
প্রত্যুত্তরে পাবে কবিতা, হারাবে খেই


হারতে শিখলেই জেতার স্বাদ পাবে
এভাবেই জীবন সমৃদ্ধশালী গৌরবময় হবে।