শুনতে শুনতে শুনতে ক্লান্ত।
একঘেয়ে লাগে রোজ ডে।
ভালবাসার উদযাপন আমার নয়।
কবিতা আমার নয়, ভালবাসাতে ভয়,
এখন জীবনে বেঁচে থাকতে হয়
তাই বেঁচে থাকার চরম সংশয়।
অস্তিত্ব, ভাবনার অফুরান চলা
সাজানো টেবিলে কথা বলা।
তোমরা উদযাপন করো রোজ
আমি খুঁজি জীবনের খোঁজ।
চলতে থাকুক, চলতে থাকা
এখন কবিতায় মাথা রাখা।
তুলনাহীন এক তুলনাময়
ভালবাসাকেও না বলতে হয়।
চুড়ান্ত এক ভাবনা, অস্তিত্ব
সুযোগ্য সবটুকু ফলপ্রস্রুত,
এসেছে সময় কবিতার শব্দে
গোলাপের মোহে কবি জব্দে।
অনেক গালি, অনেক না
সুগন্ধে হয়ে উঠুক হ্যাঁ।
রোজ কবিকে সামনে বলল বসিয়ে
জীবনের কি উদ্দেশ্য বলো রসিয়ে,
কবি বলল জানি না, লিখতেই চাই
কোথায় তোমায়, কিভাবে পাই!!
কবি খুজুক রোজ, রোজ ডে-তে
আমি চললাম প্রেমকে চেঁটে খেতে...