ছুটে চলেছে..ছুটে চলেছে..ছুটে চলেছে
টাকার জন্য শৈশব...ছুটে চলেছে
আর পারছে না নিতে ব্যাগ ...বলে ফেলেছে...
কাজ নেই কোনো...শুধু যন্ত্র হওয়া
মিথ্যে মানুষের সভ্যতা বওয়া
ছুটে চলেছে..ছুটে চলেছে..ছুটে চলেছে
জানি এ ভাবে শৈশব হারিয়েছে মাঠ
হারিয়েছে সেই কাদায় দাপাদাপি
পুকুরের জলে দাপাদাপি।
সবটাই কোচিং...হতে হবে কিছু
সেলেব্রিটির সেলফি চলে পিছু পিছু...
সাধারণ হও...অসাধারণ নয়...
অসাধারণ হতে গেলে লাগে মনে অভয়...
মন যদি ভাল থাকে, কাছে ডাকে
মন যদি ইচ্ছে ডানায় ভেসে যায়
সব কিছু স্বপ্নময়...
কেন তবে শৈশবগুলো...ছুটে চলেছে...
আজ কত একা, কত একা...বলে ফেলেছে...
ছুটে চলেছে...ছুটেই চলেছে।
কেউ বলে না ব্যাঙগোমা, বেতালের গল্প
পার্টি হয়, ক্লাবে যায়, মলে সিনেমা অল্প অল্প..
শৈশব ছুটে চলেছে।
বলেছে...সে কথাগুলো...ভার্চ্যুয়াল পৃথিবীতে বলেছে।
চ্যাট করেছে, কত একা...আবেশিত প্রাণ
মৃত আত্মার সঞ্জীবনী গান।


একটু তাকাও মা-বাবা,
টাকা খ্যাতি দিচ্ছে থাবা...
আনন্দ আগেও ছিল, এখনও আছে উদযাপন
তবু শৈশবকে বোঝে না মা-বাবা, করে না আপন।
মা-বাবা খালি নিজের, শুধু নিজের, নিজেকে নিয়ে ব্যস্ত
এটাই কী বাঙালির এ যুগের শাস্ত্র!!
ছুটছে ... কেন ছুটছে... এ একাকিত্ব শৈশবে... কে বুঝছে।


বোঝেনি বলে ভালবাসতে চেয়েছে আবেশ
বোঝেনি বলে বলতে চেয়েছিল আবেশ
মরতে হল, তা বেশ।
মরেই তো গ্যালো...কার কী এলো
দুদিনে যাবে ভুলে...বলে দিলাম খুলে।
শৈশব উষ্ণতা চায়, মা-বাবাকে যেন তারা পায়...
শিশুরা বলতে চায় মনে কথা
কে বুঝবে টাকার দৌড়ে সে ব্যথা।


কি হবে যদি না যাই মল, না কিনি দামী শাড়ি
শিশুদের হাসি শিশুদের কান্না লাগছে ভারি...
ছুটে চলেছে..ছুটে চলেছে..ছুটে চলেছে
নেশা করা শৈশব ছুটে চলেছে...রক্তাক্ত জঙ্গি ছুটে চলেছে
যে শিক্ষা দিতে পারে না আলো...সেও ছুটে চলেছে
যে বাঙালি শিরদাঁড়াহীন...সেও ছুটে চলেছে
এ লেখা পড়ে বলছে নিন্দুক কাজ নেই কোনো...
তবু বলি, আমি তোমাদের আয়না, এটাই জেনো
ছুটে চলেছে... বলে চলেছে...
টাকা নয়, মনটা বুঝতে শেখো
শৈশবদের ভালবাসলে আনন্দটুকু মেখো।
মানুষ হওয়া ভীষণ দরকার
সব দায়িত্ব কেন নিতে যাব সরকার...
মা-বাবা অল্প দাও, অল্প খুশি বোঝাও
তাহলে দেখবে রক্তাক্ত পৃথিবী বদলাবে, বদলাও...


সুখগুলো ছুটে চলেছে...পারলে বুঝতে শেখো...
টাকার সাথে এসি ঘর, গাড়ি ছুটে চলেছে
এঞ্জয় বলে চলেছে...কিন্তু আসলে তা একাকিত্ব
এই ব্যাধি পৃথিবীময়... সাবধান হও নিত্য
তবেই শান্তি...ফিরবে ঘরে...
এই জঙ্গি...বন্ধু কোন্দলে কেউ না মরে
স্ট্যাটাস সব নয়, যুবাদের বুঝতে হয়
ওরাও একাকিত্ব ছেড়ে প্রেম চায় ভালবাসায়
কাঁদতে চায় তাই নেশা করে...
বলতে চায় জেহাদ, মারব মানুষ বন্দুক জোড়ে...
শৈশব বাচাও, নিজেও থাকো বেঁচে...একটু শোনো কথা
জীবনের যা সরলতা।
দ্যাখো শিশুরা ছুটে চলেছে..ছুটে চলেছে..ছুটে চলেছে