এত অল্প বয়সে মদ্যপানের আসক্তি কেন। উদযাপন মানেই মদ কেন! এই ভাবনাগুলো একাকিত্ব থেকে আসে। তাই যদি বইয়ের সাথে বন্ধুত্ব হত, যদি কবিতার নেশা জন্মাত তাহলে অনেক প্রাণ বেঁচে যেত। আমাদের বয়সন্ধিকালে সব প্রলোভন ছিল কিন্তু সাথে গুরুজনের পথ প্রদর্শন ও কবিতাও ছিল। হতে পারে পড়াশুনো জানি না, কিন্তু আমরা ভালবাসতে শিখেছিলাম প্রকৃতিকে, সৃষ্টিকে...চেতনাকে। অমর এক কাব্যনুভূতি জীবনের ছিল। তাই আজও বাঁচিয়ে রেখেছে।
বেঁচে থাকার কোনও কারণ এ জীবনে পাই না। যা চেয়েছি কবিতার মতো দিয়ে গেছি, পাইনি কিছুই। তবু কবিতার জন্য অনেক জীবন বাঁচতে রাজি আছি। কবিতার চেতনায় বলতে রাজি আছি, ভালবাসি। বেঁচে আছি। তুমি ঠকিয়েছ, বন্ধুরা ঠকিয়েছে, কথা দিয়ে কেউ কথা রাখেনি, তবু কবিতার নেশায় বেঁচে আছি। বিশ্বাস করুন মদ্যপানের থেকেও বড় নেশা। মদ্যপান কিছুটা সময় আচ্ছন্ন করবে, কিন্তু কবিতা আপনাকে অনেক জীবন আচ্ছন্ন করে রাখবে। সেখানে জীবনের চাওয়া পাওয়া গৌণ হবে। কেবল অনন্ত পথ। কেবল চুড়ান্ত অনুভূতি। কেবল এগিয়ে চলা। কেবল কথা বলা। কবিতা। কবিতা নেশা ধরিয়ে দেবো নাকি!! কবিতার নেশা ছড়িয়ে দিন দিকে দিকে...প্রাণগুলোকে স্বচ্ছভাবে বাঁচতে দিন, এখানে রাজনীতির কোনও স্থান নেই। শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরেও ওরা কাজ করবে...কবিতার জন্য শ্রম দেবে। যেমন আমি ভাষাশ্রমিক।