কবিতার পথ ধরে চলতে চলতে বিচলিত হতে হয়। কারণ অনেক কবিতা সঠিক ভাবনায় বেঁচে ও বাঁচিয়ে রাখতে পারে না। কবিতার নিজস্ব গতি আছে। তেমনি কবিতার দায়িত্ব আছে। আলটপকা কথা বলে দিলেই সব হয়ে যায় না। ভাবনার উজান পথে স্বপ্নপূরণের কথারা ভেসে চলে। তাই মা-কে মা বলে সম্মান দিতেই হবে। সে নিজের রক্তের মা না হলেও। আসলে নেশার মধ্যে রয়েছে পৃথিবী। তাই কবিতার সত্য শপথ ভুলে যায়। তাই বলে ফেলে নতুন দিনের কথা। ঐতিহাসিক এক ভাবনা, ঐতিহাসিক এক চেতনা, ঐতিহাসিক এক অনুসরণ চলতে থাকে আগ্রাসনের। যদিও কবিতা তো সত্য। সে তো আগ্রাসন বোঝে না।
কবিতার নিজস্ব পথ, নিজস্ব ভাবনা, নিজস্ব ধারনা আমাদের নতুন করে পথ দেখায়। এই পথ ধরেই এগিয়ে চলি। আর চলব। ভাললাগছে এই কবিতা আমায় স্থান না দিলেও আমি তার ফেলে দেওয়া পাতায় কবিতা লিখেছি। কেউ পড়েছে। বুঝেছে। ভাল লেগেছে। আসলে কবিতা তো আলাদা করে কিছু দেবে না, ভালবাসাটুকুই অনেক। কবিতার মধ্যে দিয়ে তাই এগিয়ে চলি। না জানা পথে এগিয়ে চলি। না চলা পথে তাই এগিয়ে চলি। ভালবাসায়। কবিতা তুমি মানুষের মন কলুষিত মুক্ত করো। আগ্রাসনের বদলে ভালবাসতে শেখাও। নতুন করে ভাবনাময় হতে শেখাও। ভালবাসায়।