আজ আর কবিতা আসবে না। আজ তাই প্রাণের সাথে ধ্যান করি।
সৃজনের সাথে যোগক্রিয়ার মিলনে কবিতার সৃষ্টি। কবিতা তো
হঠাৎ আসে না। কবিতা অন্তরের প্রাণশক্তিতে থাকে।
কৃচ্ছসাধনের পথ ধরেই ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অবিরাম
আকাশের স্নিগ্ধ ডানা ধরে উড়ে চলে হংস বলাকা। শান্তি। শান্তির
এক অপরূপ আদি-অনাদি স্রোত। বহমান স্রোতের সেই উদযাপিত
আলোকে কবিতার জন্ম। কবিতা তো রূপ-অরূপের মিলন।
আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের সংযোগ হল কবিতা। মূর্ত-বিমূর্ত এক
ভাবনা উজানে স্থিত জীবনের অবিরাম অনন্ত প্রাণ কবিতা। কবিতার
সাথে তাই জীবনের ও যাপনের সম্পর্ক।
সকলে সেই রূপ বোঝে না। সকলে সেই রূপ খোঁজে না।
কবিতা তো অন্বেষণ। কবিতা বুঝতে শিখুক প্রাণ। তবেই মুক্তি
পাবে শক্তি। তবেই এগিয়ে চলবে আমাদের বাংলা তথা বিশ্ব
সংস্কৃতি। অনেক পড়া ও লেখার পথ বাকি। কবিতাতেই আমরা ভাল
থাকি। ভালো বাসার এই আশ্রয় সকলে বুঝবে না। খুঁজবে না।
কেউ কেউ কখনও আসবে রবি নজরুল, নেরুদার পথ ধরে।
জীবনানন্দের মতো বসবে। লিখবে। মিলিয়ে যাবে। কবিতা
এগিয়ে চলবে। সেই পথ ধরে। অনন্ত চেতনার অভিসারে।
গোপনে, স্বপ্নে, অভিরামে...