সেদিন খুব বৃষ্টিবসন্ত ছিল
কাছাকাছি বৈধ যা হয়,
আজ শূন্য এ ঘাট
বসেছে গাঙশালিক মগডালটায়,
তোমার শাড়ি নেই
নেই সিঁদুরে সেই বেণি প্রত্যাশা
আজ পৃথিবী বদলে যাওয়ার মুহূর্ত
ইতিহাসময় প্রেম...বদলে যাওয়া...
তুমি এখন শহুরে দলে
তুমি জানো গ্রাম্য মানে ক্লিশে
আমি মন-গ্রাম আলপথ চায়
অজানা অচেনা ফড়িং-এ গেছি মিশে...
সরলতা চাই ঘাটে বসার
...
বৃদ্ধ হলেও চোখে অতীত স্বপ্ন
বাঘের মতো মেঘমল্লার অবশিষ্ট
বুঝলে আমার সুপ্ত মেঘবালিকা
তোমার সংসার বড়ো
তাই এসব কাব্য জানবে না শহুরে ফ্ল্যাট
বৃদ্ধাশ্রমের কথা ভেবে দিন যায় সংকটে...
...
আমি এ ঘাটে বসি, স্বপ্ন দেখি পরজন্ম
তুমি চাইলেই কুলের আচার আনব
আসবে...প্রিয়তমা কখনও...