কাল থেকে কিছু ভোর একসাথে দেখব সূর্য ভোর
মেটাবো না পাওয়া নৈনির সে সব ব্যর্থ কালো ঘোর...
বিরক্ত করব, বকবক করব, বলব চলো তুলি ছবি
তর্ক, রাজনীতি, ঝগড়ায়, হাসিতে- আমি না কবি,
সাথে আছে কলম্বাসের কম্পাস, অন্য হাতে তুমি
মধ্যবিত্তের মধ্যপ্রদেশে বেঁচে থাকাটাই স্বর্গভূমি,
উৎপাদকটা মিলিয়ে দিলে উপপাদ্য হবে মন
বান্ধবগড়ে রয়েছে কী মানবতার উদার প্রিয়জন?
খাজুরাহো স্বপ্ন দেখাবে? বলবে পাঁচমারী ঝর্ণা
জবলপুরের ধুয়াধার, অমরকন্টক আলোকবর্ণা...
অনেক বললুম লেট ট্রেনে, এবার তোমার জোকস
এই তো যাপিত আয়ু কালে মিটুক ব্যর্থতার শোক..স...