ভয় পেয়ে যাই জীবনের কাছে,
পলাশ ঘেটুফুলে হাসিরা বাঁচে।


বেদনা এখনও সবুজ, জবারাশি
নারকেল, বাঁশের ছায়া ভালোবাসি।


কতটা দূরে বকফুল, পেঁপে, বাঁধাকপি
আমার প্রজাপতি গোলাপের কাছে শপি।


রবীন্দ্রনাথ এগিয়ে আসে, ডাকাতির অছিলা
বসন্ত হলুদে আনন্দ, জেগে থাকার কোকিলা।


সময় এগিয়ে চলে শাল বনের পাশাপাশি
জ্যোৎস্না রাতে জীবন আদর পিয়াসী।


পুকুরের এদিক ওদিকে হাতির দল আছে
মেকআপ যেমনই হোক, ছবি জাগুক টাচে।


রেষারেষি নয়, জেগে উঠুক প্রকৃতির ভাষা
জীবন আসলে বন্ধুত্বতা, স্নিগ্ধ সম্পর্কপ্রত্যাশা।