এগিয়ে আসছে জোনাকি।
আমরা আলোর খোঁজে
চাঁদকে টর্চলাইট ভেবেছি,
মানুষের চোখ
বেঁচে থাকার আলো
লেগে থাকা স্বপ্নের পূর্ণ স্বার্থ
কিছুই দেখা হয়নি
অলিন্দ সুখে।


কতটা আলো
লেগে আছে ঠাকুরঘরে।
সিংহাসনে।


এসব উত্তর অন্ধকার দিতেই ভুলেছে।
এখন জেগে থাকার প্রতিক্ষা।
এখন স্বপ্ন মহলের সামনে
দাঁড়িয়ে থাকা
পুরাণকাব্যে।