পলাশ শিমুল আবির রং, সুন্দর হাসিমুখ
বড্ড ফ্যাকাশে হয়ে যায়
রবি ঠাকুরের কাছাকাছি একটা কবিতা বা গানে।
মানুষটি মানুষ ছিলেন।
প্রতি বসন্তে
নতুন করে বর্ষা প্রিয় কলমটিকে
চিন্তে শিখি।
যন্ত্রণা ভুলে কেমন করে
সিড়িসুখে পা দিতে হয়
রঙিন বসন্তে।


চিতাভস্ম পেরিয়ে কেমন করে
বরফ বসন্ত পেরিয়ে
খুঁজে নিতে হয় ঠোঁট।


আপেল আধ খাওয়া একটা ঠোঁট।
একটা বসন্ত,
বৃদ্ধ চোখ যেন যৌবন ফিরে পাচ্ছে,
রবি ঠাকুরের মতোই।


হৃদয়ে তাহলে রবি চিন্তা জাগলে
কলমে কেন আসছে না জোড়া পাখি,
পাখির মতো উড়ে চলেছে মেঘ
বসে আছি আপেল আধ খাওয়া
স্বাদ নিয়ে।


রবীন্দ্রনাথের কাছাকাছি...