এক দুই তিন এভাবেই কেটে যায় দিন
জেগে থাকা গাছে, বাঁচাটুকুই রঙিন।


আরোগ্য কিসে আসে! ভিডিও না ফোন
মানুষ ফুটুনি করে, বুক চিতিয়েই লোন।


খাবার খাবে বাচ্চারা, ফোন চাই রোজ
গুরুজনরাই নষ্ট করছে, ভালোর খোঁজ।


এভাবেই জেগে থাকা, এভাবেই মৃত
যত ভুল করে বাঙালি, ভাবে অমৃত।


জেগে ওঠে জীবন, এই ভাবে কেন
সঠিক পথ সাধারণ, এটুকু জেনো।


চুপ থাকা চোখে, জাগুক বাঙালি ক্ষুধা
আমরা কৃষ্ণ খুঁজি, কোথায় আছে রাধা!