কবিতার জীবন এসে দাঁড়ায় সীমান্তপ্রদেশে।
কাঁটাতার, বারুদ হুঙ্কার।
তবু কবিতার প্রত্যাশায়
দাঁড়িয়ে রয়েছি
বাগুইহাঁটির মোড়ে।


রাস্তা কেমন সৈন্যশব্দে
বদলে যাচ্ছে
প্রতিদিন।
প্রতিনিয়ত, ভাবনাতীত
জেগে ওঠা স্বপ্নে।


শুনতে পাচ্ছি কান্না শব্দ শিশুর।
শৈশব এমনই হয়,
এমনই হয়।