বাড়ির ভিতরে গঙ্গা উঠে এলে
বুক স্থিতিতে নৌকো ভেসে যায়,
ভটভটির মতো পাম্পের শব্দ
স্মৃতিমেদুর জীবনকে কাঁপায়।


রং মেখে নেওয়া বিকেলসন্ধ্যা
মাখিয়ে দ্যায় বিল্ডিং দেওয়াল
নতুন রং জেগে গেলে আলোয়
পৌষে শব্দসৃষ্টির আদিম খেয়াল।


পাম্পের শব্দ বারংবার বেড়ে চলে
মনের মধ্যে জেগে ওঠে নৌকো,
রঙিন বিকেল নামলে ডায়মন্ডহারবারে
ভেসে চলে ইলিশ, চিংড়ির স্মৃতিকৌটো।