সেনাদের ক্যানটিনে জিলিপি খাওয়ার পর
একটু হাঁটছিলাম জীবন্ত ফুসফুসে।

অক্সিজেন কম,
বাবা মন্দিরে দাঁড়িয়ে।
হরবজন সিং পাশে এসে বসল।

বলল ভারতবর্ষকে নিয়েও লিখতে হবে।
সত্যিই, কেবলমাত্র রাজনৈতিক মাথাদের
ভারতবর্ষ নয়,
ভারতবর্ষ সব্বার।

ঐ মেঘটারও, যে ভিজিয়েছে থাম্বিতে।

না ভিজলে হয়তো আদর করা হতো না এমন করে
এই বিশ্বাসহীন পৃথিবীতে।