রক্তের মাটিতেই স্বাধীনতা এসেছিল,
বাংলা ভাষা গেয়েছিল গান,
আজ রক্তদান করতে গেলেই বলে
বিক্রি করছ কেন আত্মসম্মান।


রক্তদান করলেই বুঝি কমে যায় শক্তি
রোজ কত কণিকা মরছে শরীরে,
ভালোবাসা এমনই, মাতৃভূমির প্রতি
জেগে ওঠে জীবন, ভুল তুমি রে।


কী পেয়েছি রক্ত দিয়ে, এসব প্রশ্ন বৃথা
মানুষ হাহাকার করে, ভাবুক নীরবতা।


আমার শরীরে শক্তিহীন, এতো কেবল ভ্রম
আমার মনে বল তীব্রতর, করছি ভাষাশ্রম।


আমরা দাঁড়িয়ে থাকি, আমরা দাঁড়িয়ে থাকব
মুনাফা লোটা এতই কী সহজ!
রক্তদান পূর্ণ কাজ, রক্তেই জেগে থাকা ভাবনা
বুঝবে তোমার ও সুস্থ মগজ।