অনেক কথাই থমকে দাঁড়ায়, ভাবনা দিনের পর
জীবন আসলে এমনই, মজার খেলনা সংসার।


ভালোলাগেনি অনেক কিছুই, না ভালোর দেশে
জীবনের সাথে জীবন, নদীর মতোই মেশে।


অন্ত্যমিলের খাদ্যরসিক, গন্ধময় রান্নামাখা
ভালোবাসার পুরাণ, সে স্নিগ্ধতুলির আঁকা।


আয়ুজুড়ে সম্পর্ক খুঁজি, সবই বৃথা মরূভূমি
যাদের আপন ভাবি, তারাই যে পাগলামী।


গরীব বলেই বেঁচে থাকা, গরীবই বড়লোক
চুল্লীগন্ধ জাগলে, মিটেই যাবে সব শোক।


কটাক্ষ আসুক ভেসে, আমি আমার মতো
আসবে সেদিন পৃথিবীতে, মেটাবো সব ক্ষত।