শিবের মতন এক সুপুরুষ, উগ্র চোখ, ঘন চুল
এগিয়ে আসছে কুয়াশা ভেদ করে।
দূরে ড্যামের জল আর আমার দেহ
ভেসে যাচ্ছে জ্যোৎস্নার মাঝে
গাছের ছায়ায়। আলোময় এক জ্যোতি
আমার জীবন্ত ধর্মকে
জানিয়ে দিয়ে যাচ্ছে
আর নেশাগ্রস্থ না হলে
সফলতার বীজ
স্পর্শ করা যায় না
ধূমপানের পৃথিবীতে।


আরও নেশা চাই,
আরও মুক্তি চাই।


শিব এসে দাঁড়ায়।
সে হাসে, আবার এগিয়ে চলে যেতেই
ঘুম ভেঙে যায়।


নির্জলা উপোসে কী দেখছি!


এখনও চাঁদের গায়ে
লেগে রয়েছে গঙ্গার বিন্দু জলকণা,


স্পেসক্রাফ্টের শিবরাত্রি এমনই।
উড়তে উড়তে স্পর্শ করা আবিষ্কার
শিবের বাস পাথরে নয়
শরীরের অন্তরে, ধর্মের ঊর্দ্ধে
দুধ নষ্টের এক কবিতা প্রতিরোধে।