স্টেশনে বসে আছি, ট্রেন তো দুর্ঘটনামুখী
বালির গন্ধে সূর্য তাপপ্রবাহেই সুখী।


প্ল্যাটফর্ম খালি, একটু ঘুমের প্রয়োজন
শবযাত্রার রক্তরা কঠিন, দহনের আয়োজন।


মাত্রাহীন এক সময়ে, নিজেকে প্রকাশ শুধু
স্বপ্ন শেষ হলে, বাস্তবে হেঁটে আসে বধূ।


অনেক দোষ লেগে আছে, চায়ের কাপে
জীবন কতদিনের, কে সে সব মাপে!


আলো লেগে আছে, অন্ধকারে মৃত্যুর রেলে
এত কিছুর পরও মন্ত্রীরা যায় না জেলে।


আমার কী দোষ, এখন টাকা দিয়ে মুখ চাপা
আসলে জীবন এমনই ভারত, কেবল জলমাপা।


ভারতে এমনই হয়েছে, ক্ষমতার অপব্যবহার
গুছিয়ে নিয়েছে আদানি আম্বানী, টাকাসংসার।


কিছুটা হলেও রবিবার দুপুরে গরম ভালোই
রাজনীতি পরে, কবিতাতে আড়াই প্যাঁচ চালও।


পাঠক সুবিধা বুঝে, লাইক কমেন্ট করে
জং ধরেছে কমরেড আজ বিদ্রোহের স্বরে।