এতো ভিড় তোমার চারপাশে
তাই আলো চিন্তে পারলে না চাঁদের
এখন অনেক রাত
ডাকাতের রণপা জেগে উঠছে
শ্মশানের কুকুর ডাকল
অসময়ে বৃষ্টি নামল
সেই রাম প্রতিকী আজ
সেই দুরন্ত ছেলেটি বড় হয়ে যায়
প্লেনে উঠে সাইকেল ভুলে যায়
চারপাশের আলপনাকে অপদার্থ ভাবে
লাল গ্লাসে সুখ খুঁজে নেয়
বয়স তো হবেই দুরন্ত অভিলাষার
বুঝবে সব মিথ্যা
কেবল সত্য ছোটবেলার সরলতা
পুকুরে সাঁতার কাটা,
অনেক দুষ্টুমি তার নাতি করে না
ক্লান্তি...ঘুমের বড়িতে নিশ্চয়ই কবিতা আছে
স্বপ্নরা নরম গান শুনতে চায়,
আর
তোমার রান্না করা হাতের কপাল টিপে দেওয়া