খুন হয় না কিছুই, স্মৃতির বেড়াজাল
আজও দেখি গ্রামজমি, হাসির সকাল।
অনেক কালের স্বপ্নে, তুমি তেমনই আছো
আমার মনের পর্দায়, তেমন করেই বাঁচো।
মরা বাঁচার মাঝে কোন বিজ্ঞান আছে?
ভালোবাসা এমনই, জ্যোৎস্নাবাড়ির কাঁচে।


খুন হয় না রক্তটান, আজও তুমি আকাশলীনা
এখনও বলতে পারি - তেরে বিনা কেয়া জিনা,
সমুদ্র থেকে পাহাড় বরফ, কঠিন পৃথিবী জুড়ে
তোমার কথায় ভাসি, সমান্তরাল সে সুরে।
জানলার ধারে তুমি, আজও আমার কথাই ভাবো
ফুচকা, ভেলপুরীর সে সব সন্ধ্যা, মনযমুনায় পাবো।


থেকো ভালো, ভালোর মতোই রবীন্দ্রনাথে মেতে
দূরে থাকা চিঠির মানুষ, প্রেমবাসাতেই জেতে।