আমার শব্দরা শুয়ে আছে
ভুল রাস্তার এধারে ওধারে
মাঝের পথে শুয়ে স্বপ্ন হাসি
ভুল করে ফেলি না জানা দিনে
শৈশব হয়ে ওঠে অস্তিত্ব রং
আমি মারা যাইনি,


একটু ভুল সময়ে নোঙর করা
আত্মার শুদ্ধি
জেগে ওঠা শৈশবে, বেঁচে থাকা
তোমার পেট ব্যথা


কাল কি জন্মাবে ভবিষ্যৎ


ট্রেন ছেড়ে দিল প্রাক্তনকথা