বৃষ্টি নামলে জেগে ওঠে সাম্রাজ্য।

ধীরে ধীরে জাগে মাছ।
জাগে ইলিশ।
তুমি হারিয়ে যাওয়ার আগে
একবার কিনতে পারো
ভালোবাসা।

বিশ্বাস করো স্বাদ পাবে না।
সব কিছু টাকা দিয়ে
কেনা যায় না।