ট্রেন আসলেই চলে যাবো
কে আর চায় সম্পত্তি টাকা,
অঘোষিত দক্ষতার শেষে
কপালগর্ত, শূন্যতাই লেখা।


ট্রেন আসেনি বলেই
অপেক্ষা প্রতিক্ষণ,
স্টেশনের চারদিক ময়লা
লোকজন সারাক্ষণ।


কেনই বা এ যাত্রা
কেন এতো ভ্রমণ লোভ?
ট্রেন আসলে শিক্ষক
ছাত্রদের মেটায় ক্ষোভ।


ট্রেন হতে চেয়ে শেষে শবগন্ধ প্রাপ্তি
চলচ্চিত্র শেষে উঠে যাচ্ছে সমাপ্তি।