স্পষ্ট হয়ে উঠছে জীবনের কোলাজ
প্রিয় ছবি, প্রিয় মানুষ
এক এক করে কেক সাজিয়ে নিচ্ছে।
আমিও জেনে নিচ্ছি আপন পর।

থমকে দাঁড়াই নদীর সীমানায়।

আপন শব্দের বিশ্বাস জন্মাতে জন্মাতে
অন্য জন্মের দিকে
হেঁটে চলি।

বিশ্বাস তখন ফেনিল নোনতা...
কালো কাকের মতোই স্পষ্ট