সারাদিন নানা কাজ করে দিলাম।
বাজার করা
ঘর পরিষ্কার
রান্নাবান্না
নানান গৃহস্থালীর কাজ।


দিনের শেষে বললে -
এসিটা চালিয়ে পাশে এসে বসো।


শ্রমের দাম নেই।
ও বলা হয়নি, বাড়িতে প্রতিবেশীরা এসেছিলেন
মিটিং ছিল, পুজোতে নাটক হবে।


এখন থেকেই যাত্রাপালা আমাদের বাড়িতে...
কী আর বলি।


মুখ বন্ধ করে হাসি।


মূল্যহীন কাজ করে যাই।
এই কাজ তো আসলে উদ্বায়ীশ্রম।


কেবল একটু হেসে বলবে -
সংসার করাই তো ভালোবাসার আর এক নাম।