সারারাত ঘুম হয়নি,
পাহারা দিতে দিতে বুঝেছি
আমার বলে কিছু নেই,
শূন্যতাও এক মায়াময় হাসি।


ঘুমিয়ে পরেছি নতুন জামার গন্ধে, উচ্চগতিতে
হাতে হাত স্পর্শ না করেই বুঝি পাহারা দেয় দারোগা...
মনের মধ্যেই সেই দারোগা বাস করছে – প্রতি মোরে
স্কুল ম্যাগাজিনের দিন থেকে...


মন পাহারাদার একবার তো বলতে পারতো –
‘ভালোবাসি তোমায়’
তাহলে এতোকাল প্রেমের কাঙাল হয়ে লিখতাম না
লিখতাম শুধু ভালোবাসার শান্তির কথা, শূন্য বায়ুমন্ডলে...