আসলে পথ চলতে চলতে আমরা বুঝি
বদল আসবেই।
তাই হয়তো পঙক্তি রচনায় পরিবর্তনই কবিতা।
আমরা তো সফল-সকল কথা পাই না।
তাই ভালমন্দের হিসেবি হিসেব বুঝি না।
আসলে সবার তো দাড়ি নেই।


যে দাড়ি কেটে ফেলে, সেই জানে সেই সব ব্যাথাদের।
সব ব্যথা কেবল নারীর জন্য নয়
নারির টানের মতো পুরুষ মানুষেরও দাড়ির টান
আজীবন...