মৃত্যু জেগে আছে এই ভারতে।
আমরাও ঘুমি থাকব জীবনে।


রক্তদানের অঙ্গীকার করেই ক্ষান্ত
দুধে ভাতে সন্তান, এতেই শান্ত।


আমার কিছু হয়নি, আমি সুখী
রাজনীতি খেলা চলছে বহুমুখী।


একটা পঙ্গু মন কী বাত, কোটি তছনছ
আমার চেঁচালেও থামবে না গেরুয়া ছাচ।


ধর্ম কেবল নকল হাসি, আসল হাসি অন্য
এখন আমাদের ভারত, উন্নয়নে সেই বন্য।


রেলওয়ে থেকে কোটি কামাচ্ছে নেতা
মদ ও পেট্রলের করে মস্তির রসগোল্লা।


শিক্ষা নয়, মস্তি দরকার এদেশের চ্যালাদের
লুটে খেলো সাধারণের সব, তবু ভোট সুরসুরি।


এখন ধামা নয়, দশ লাখের ভন্ডামী চলক
ট্রেনযাত্রায় মানুষ অতিরিক্ত, শিরদাঁড়া কথা বলুক ...