আমরা জেগে থাকি অসীম শৈশবের ভোরে
বয়স হয় শরীরে, তটরেখা যায় দূরে সরে।


শব্দরা মিছিল করে, কোণে চোখে জল
কাশের গন্ধে তিস্তা, একবার কথা বল।


ডুলুং নদীর ধারে, ডিঙি নৌকো জাগে
কত দুষ্টুমী ছোটবেলা, আজও মনলাগে।


সব ফেলে এগিয়ে যাই শৈশবের বনে
এখনও রাজবাড়ির ভাঙা ইঁট কথা শোনে।


ভাঙা মন্দিরে রাধাকৃষ্ণ দেখছে বটপাখি
এক জীবনের বাংলাজন্ম, দেব না ফাঁকি।


এখনও রবি ঠাকুর বলে- ওদিক পানে চাও
এক জীবন শুধু বাংলাভাষার, নিয়ে যাও,


ডুলুংয়ের সাথে তিস্তা মিশে যায় ডিব্রুগড়ে
বরফ যেমনই জমুক, গলবে নদীর সংসারে।