প্রতারনা সময় করে,
মানুষ তো সুযোগ নেয়,
জীবন যতই হাসুক
অন্ধকার আলোকেও ভাবায়।


আমাকে খুন করবে,
লুঠ করবে দুহাতে,
মানুষ হেরে যায় আগেই
অমানুষ উঠে যায় জাতে।


নিয়ে নাও শরীরটুকু
মৃত্যু শেষ কথা নয়,
ঠকিয়ে বড়লোক হবে
এভাবে জীবনকে থামায়।


আমি মরব না এসবে
আমি বাঁচব আমার মতো,
কাউকে কিনতে হবে না বই
কবিতা জন্মাবে শত শত।