তোমার মতোই ঠোঁট দেখেছি আবার
সেই ভালবাসা-গালি বারান্দা ছড়িয়ে যায় মন
আমি চুপ করে গিলেনি অজস্র মেঘবৃষ্টি
কারণ
সমুদ্রের নিয়ম ফিরিয়ে দেওয়া
পাহাড় করে শাসন
আর কবিকে খেতে হয় খিস্তি
কারণ তার মস্তিষ্ক কিস্তিমাত করে
তোমার বিমূর্ত মন
ঠোঁটে লিপস্টিক লাগাবে না নিকোটিন
তোমার চয়েজ...