আমি যে কাগজপত্র বানাই রোজ
তাতে ক্ষমতার প্রকাশ নেই।


তবু ঈর্ষা পাখি একা একাই চেঁচিয়ে যায়...
দূরে-কাছে-মধ্যাহ্নে-ভোরে-রাতে।


শহুরে জীবনের এই এক দোষ, সব আছে শান্তি নেই।


আসলে সে শান্তি পাচ্ছে না,
একবার মা ডাক শুনলে, সেও হয়তো থিতু হবে
যৌবনের ধর্মই এই প্রকার, সন্দেহ করে স্বজনকেই...


আত্মীয়-স্বজন-প্রিয়জন মানে বুঝতে হলে ধাত্রী হও
বিষ ঠোঁট শান্তির বিশ্বযুদ্ধ দেবে
শান্তি দেবে - মা ডাক...