নাম যেমনই হোক, আসলে আমরা গাছ
কাঁটা ফুটলেই বুঝি, খেয়েছি জীবনমাছ।


কাব্য বোঝার মতো গদ্য পড়লাম কই
দাম মানুষের নেই, দামী কেবল সই।


মিলিয়ে বললেই ভালো কবিতার স্তব
জীবন আসলে কুয়াশা, খ্যাতি কলোরব।


ব্যর্থ বলেই ভেবো না, সমাধান পাবে
এ জীবনে চুমু ছাড়া কী বা নিয়ে যাবে।


যখনই ঘুম আসুক, স্বপ্ন দেখাটা চাই
অপছন্দই সব, সময়ের হাতে লাটাই।


কতটা জাগলে তুমি, ভালোবাসা পাবে
কেমন করে জীবন, আলোয় ভেসে যাবে।


হেঁটে যাচ্ছে আলেয়া, মানুষেরাই ভূতসুখ
রাজা কাপড় পেয়েছে, শিশুরই আজ অসুখ।