এক যুগ পেরিয়ে এসেছি আমি।
তার আগেও যুগ ছিল। অবিন্যস্ত।
এই বারো বছরে বুঝেছি, তুমি আমার মন...
তোমার সমযোগ্যতা নেই,
তাই দূরে-অদূরে-সুদূরে অপেক্ষমান।


চাঁদের প্রাণ নেই ভেবে যে ভুল মানুষ করেছে-
মন তুমি তা করো না।
জীবনে বেঁচে থাকতে কিছু কিছু ভুল দরকার।


মন, ভুল করেই না হয় এক পৃথিবী ঝুমঝুমি উপহার দিলে...