উপস্থিতির সেই ছবি রাত জাগা চাঁদের মতো
ভেসে উঠছে রোজ।
এখনও পাইনি শান্তি, এত কিছুর পাওয়ার পরেও
সুখ তো সাপোজ্।
ঘুম আসে না তাই, জেগে থাকা প্যাঁচা-প্যাচানির দেশে
আমিও সব জানি, চাপ কাকে বলে উন্নতির, পরিশেষে।


চুপ করে তাই দেখে নিয়েছি সুশান্তের উইশলিস্ট
নীরবেই মিরাক্কেল করব, এটাই আমার জিস্ট।


ড্রাম পিটিয়ে বলে কী হবে, কতটা দুঃখী কবিদল
নতুন সৃষ্টিশীল কিছু করবই, এটুকুই তো সম্বল।
এতো না ভেবে, ভিডিও, গান, কবিতা, নাটক করো
বুড়ো বুড়ি হলেও জয়রথ রশি তোমরাই তো ধরো।
মজার ছলে সৃষ্টি হোক, সবাই কী অপুদুর্গার ডাইরেক্টার
আমাদের তিস্তা নদী, রক্তদান অনেকটাই বেটার।


উদ্যোগী হয়ে একটা গান, নাচ, কবিতায় হোক স্মরণ রবি
শ্রাবণ মানেই রবীন্দ্রনাথ, অনেকেই বলে সে রোমান্টিক কবি।