পথ যেমনই হোক, পথ পথের মতো
জীবন এমনই সফল, মিটুক সব ক্ষত।


আমরা মানুষ, আমরা মানুষের দান
করব কেবল, স্নিগ্ধতায় জ্যোৎস্না স্নান।


বরফের মতো সমুদ্রও শীতলতা চায়
জীবন এমনই, নতুন করে ভাবায়।


ঘুম না আসলেও, ঘুম আসে প্রাণে
কাশ্মীর জেগে ওঠে নতুনের গানে।


বসন্ত এসেই গ্যাছে, বাসন্তী সুরে
কাশ্মীরের আপেল থেকো না দূরে।


কাছে এসো, না হলে পায়ে লাগে চোট
ওম চাই রোদ্দুরের মতো, চাইছি ঠোঁট।