বৃষ্টি নামবে এখনই।
গরম তো জীবন জুড়ে
চুমুরাও চায়ের পেয়ালায়
ভিজেছিল একদিন ঝড়ে।


আসল কথাটা এই,
আমরা আনন্দ চাই মিলেমিশে
ভেসেছি জীবনের কথায়
বৃষ্টি জমে শান্তিতে ধানশিষে।


তুমি আলপথ মেখেছ চোখ
চুমুর সাথে হাসিরাই সত্য,
একটু ঝগড়া না হয় করলে
ডাক্তার আর কী দেবে, পথ্য।


ভোট আসলে আগুন হয় জিনিসের দাম
বদনাম করি পিসি আর ভাইপো জুটি।
লাল অথবা হাতের যুগেও দুর্ভিক্ষ দেশভাগ
মানুষ জন্মটাই অদ্ভুত, রাজনীতি লুটোপুটি।


কবিতা না হয় অন্য দিন হবে,
এখন লঙ্কা তিনশো টাকার কোটায়
এসবের পরেও ভালোবাসায় বৃষ্টি
চুমুরা ভেসে ভেসে ফুল ফোটায়।