নিঃশব্দ ,  একান্তে পাওনাটা বুঝে নেই |
নিঃস্বতা তার প্রধান কারণ -
শাখা-প্রশাখা বিস্তারিত প্রান্তে প্রান্তে |
ধীরে ধীরে মূল মগ্নপ্রায়-
উপায়হীন ভেবে বেছে নেই শেষ যাত্রা
পারাপার বন্ধ যখন বৃদ্ধিতে চর্ম ফাটে |
কে বা আপন কে বা পর
পুরানো স্মৃতি নিয়ে অবসাদ |
রুক্ষ , দৈনতা - অবশিষ্টটা কেড়ে নেই,
একলা ঘরে চিৎকার করে নিঃস্বতা |
শাখা-প্রশাখা অন্যায় ভাবে মুক্তির হাতছানি চাই -
রাতের অন্ধকারে নি:শশব্দ কথা বলে |
জন্মগত কোনো অন্যায় বা ভুল নই
বেছে নেই কোনো অসম্পূর্ণ রাস্তা |
তবে কি নিশশব্দের আওয়াজ প্রতিরাতে শুনতে হবে ?
নিঃস্বতার কোনো কি বিকপ্ল নেই


জীব হোক বা জড়ো সবেরই প্রাণ আছে , এটাই জাগতিক ধর্ম
তুমি ও শুনবে নিশশব্দের বার্তাবানী |