তুমি কি কখনো শুনেছো শব্দ?
দেখেছো কি বর্ণের রং?
যার থেকে বোধের ব্যুৎপত্তি!
তার পাখা মেলেছিল সেদিন কি রকম?


মা সত্তা তখন উর্দুর খাদ্য!
অভুক্ত ছাত্ররা এঁকেছিল মুক্তবুদ্ধির উপপাদ্য,
গোল হয়ে গুলি খেতে দাঁড়িয়ে ছিল রৌদ্র!
রঙিন হলো উর্দুর সোহাগে, ইতিহাস কে করল সমৃদ্ধ!


লজ্জিত মুখে বিশ্ব কাঁদে, মায়ের রক্তাক্ত পাদদে
বলে, একুশ চির রঙ্গিন, প্রতিটি ভাষার শব্দে,
একুশ আবেগ, অভিমান, সম্মানে দাঁড়িয়ে নিস্তব্ধে!
বেঁচে আছে, বেঁচে থাকবে, সকল শতাব্দে।