সরলতা শিশু হয়ে যেখানে ঘুমায়
তুমি সেই শহরের মধ্যবিন্দু !
সকালের প্রথম শুভ্রতা,সকল চাওয়ায়..
লক্ষ চোখের চাহনি, অন্ধের যষ্টির শেষ ইন্দু!
সেখানে সকলই তুমি সকাল, দুপুর বা বিকেল
প্রতি সূচনায় নব উদ্যোমে মাখা অসীম অনুভূতির নিকেল,
রাত্রির মহা নিবিড়তা, ক্লান্ত নিস্তব্ধতায় সমাপ্তির আবেশ
তোমার নিঃশ্বাসের মোহময় ঘ্রাণে কাটে নরকীয় ক্লেশ।
শান্তির বারতায় প্রকাশিত আজ স্বস্তির সমাবেশ
প্রাণ থেকে প্রাণে সকল অস্তিত্বে এভাবেই করো প্রবেশ..
তুমি অগণিত নামহীন শিল্পীর ভাবনা ও ভালোবাসা,
তোমারি পরশে দিগন্তের নবজন্ম, পুলকিত আমাদের আশা!
সরলতার শেষ রূপ তুমি, হও সকল হৃদয়ের পিপাসা।