মেঘলা আকাশ, বৃষ্টি হয়ে নামল মৃত্তিকার বুকে!
মৃত পাখির পালক ভিজে গেল উজ্জীবনী সুখে
হেসে-হেসে, ভেসে-ভেসে চলে যায় ঠিকানাহীন নিকষে,
রবির বারতায় গা ঝাঁকুনি দিয়ে আবার উড়ে বাতাসে!
প্রাণহীন পাখির পালক উড়ে সৃষ্টির পরিহাসে।
তেমনি আমি আজও খুঁজছি তুমাকে,প্রকৃতির অনুসঙ্গে!
আছি মেঘলা আকাশ,ভেজা টোষ্ট, হিয়ার বিশুদ্ধ জলের সঙ্গে,
শুধু শরীর নেই তুমার,ভালোবাসা জড়িয়ে আছে অঙ্গে অঙ্গে।
ভালোবাসা কাঁদতে জানে না
অথচ আমি দেখেছি তার চোখে নিরমল জল,
আমার জন্য একদিন পান করতে রাজি ছিলে গরল!
পরন্তু আজ তুমি অন্য প্রাণের অন্ন
তুমার হাসি,সুখ-দুঃখ অন্যের সাথে একান্ন,
আর আমি.........?
আমি একা নই!তুমার ভালোবাসা এ হৃদয় থেকে হবেনা কখনো বিপন্ন,
তুমাকে ভালোবেসে আমি পূর্ণ।