দক্ষিণ দোয়ার !
.....শমসের সিকদার
তেত্রিশ বছর আগে,নক্ষত্রের দৃষ্টি মেলে
ঠিকানা খুঁজি চাঁদের বুকে,
অধরা চাঁদ!শুধু হাতছানিতেই ডাকে!
জোয়ারের উচ্ছ্বাসে-
সুখের ভেলায়,ভেসেছিলাম বহুদূর!
সার্থপর ঝড়ের,তান্ডব খেলায়,
কতটা দগ্ধ হয়েছি জানেনা কেউ!
করিনি শেষ,জীবনের গল্প,
না পাওয়ার কষ্ট বুকে চেপে-
আজও;ছুটে চলেছি নীল পথে।
তোমার ঠোঁটেই
মিষ্টি সকাল আমার
তুমিই আমার হঠাৎ বৃষ্টি।
সব দুঃখ বুকে চেপে,
মেঘের ভেলায় ভেসে ভেসে
অজানা নেশায়-
আজও উড়ে মন,দক্ষিণ দোয়ার !!