অনেক আগেই চলে গেছ সুরলোকে
মিশে আছ আজও হৃদয়ের সাথে
মাঝে মাঝে বিচলিত হই আমি
আবেগী মন-
মাঝে মাঝেই হয়ে উঠে অহংকারি
অনুভব হারায়-
পঁচিশ বছর আগের সেই নুনা অশ্রূর।
ভুলে যাই-
প্রতিটা শ্বাসেই আমি জরজরিত ঋণের ভারে
শুধু তোমারই কাছে
হ্যা বাজান শুধু তোমারই কাছে।
সত্যিই আমারও একটি বৃক্ষ ছিল
হৃপুর জল যত্নে বাড়তে বাড়তে আজ তা দুঃস্বপ্ন।
খড় কুটে মুখে ব্যতিব্যস্ত
পাখিটাকে যখন বাসায় ফিরতে দেখি
তখন! শুধু তোমাকেই অনুভব করি
আর নিজেই নিজের কর্মফল হাতরাই
মন ভরে যায় আজানা বিষাদে
ক্ষমা কর বাজান-
যেদিকেই তাকায় দেখি শুধু পাপ আর আঁধার।।