হিমের পরশ লাগে বড় ভালো,
গোধূলি বেলার সণে,
প্রনয়ী মন জেগে ওঠে তাই
বরষা র মূখর দিনে  ।
নূপুরের ধ্বনি ঝিনি ঝিনি বাজে,
কোকিলার সুরতানে,
এসনা বরষা মাতাল কোরে
করোনা বিভোর এ প্রানে।
আজকে মনে কিসের শরৎ
লেগেছে হাওয়ার দোলে,
ত্বরায় যেন না হারায়
আমার রঙিন স্বপনে ।
জোনাকীরা জ্বলে মিটি মিটি করে,
সন্ধ্যা নামার পরে,
আধাঁরেও লাগে যেন আলো
মন মণিকোঠরে।