জীবন টা ঠিক অঙ্কের ন্যয়
ভগ্নাংশ থেকে যায়,
জোগের  যোগ জীবনে এলেও
বিয়োগেই জোর হ্রাস পায়।
লভ্যাংশ হাতে থাকলে ও    
ক্ষতির দিন ও ঘনায়।
উদাহরণ সাথী পথে হলে,
সুদ আসল  চেনায়।
সরল জীবন প্রকৃ্ত কই?
অঙ্কেরই প্যাচ থাকে ঐ।
ফরমুলার চার্ট তৈরী হয়
ভাগ বাটরা করতে,
গুনের ঘূর্নী থামা তে হয়,
জীবন সমাধান করতে।